‘ফ্যামেলি কার্ড’র দাবিতে বেড়িবাঁধে বস্তিবাসী ইউনিয়নের সমাবেশ
ঈদের আগে সকল বস্তিবাসীকে ‘ফ্যামিলি রেশন কার্ড’ প্রদানের দাবিতে রাজধানীর মোহম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা মোড়ে সমাবেশ করেছে বস্তিবাসী ইউনিয়ন।
গতকাল (১২ এপ্রিল), বুধবার বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়নের ডাকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বস্তিবাসী ইউনিয়নের সভাপতি কুলসুম বেগমের সভাপতিত্বে ও বস্তিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি ও সিপিবি কন্ট্রোল কমিশনের কমরেড মাহাবুব আলম, বস্তিবাসী ইউনিয়নের উপদেষ্টা ও সিপিবি’র কেন্দ্রীয় নেতা কমরেড আবদুল্লাহ ক্বাফি রতন, সিপিবি’র কেন্দ্রীয় নেতা কমরেড আহসান হাবিব লাবলু, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড সাজেদুল হক রুবেল, সিপিবি নেতা রিয়াজউদ্দিন, ক্ষেতমজুর নেতা মোতালেব হোসেন, বস্তিবাসী ইউনিয়নের নেতা জসিম, পরিবহন শ্রমিকনেতা হোসেন আলী, রিকশা-ভ্যান শ্রমিকনেতা সুমন মৃধা, ছাত্রনেতা খালেদা আক্তার চাঁদনী, আসিফ জামান ও শ্রাবন প্রমুখ।
সমাবেশ থেকে ঈদের আগে বস্তিবাসীদের জন্য ‘ফ্যামেলি রেশন কার্ড’ চালু করে খাবারযোগ্য চাল, তেল, চিনি, গুড়ো দুধ, সেমাইসহ প্রয়োজনীয় পণ্য প্রদানের দাবি তোলা হয়। এছাড়াও পুনর্বাসন না করে বস্তি উচ্ছেদ করা থেকে বিরত থাকার জন্য ও পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে যাতে বস্তি উচ্ছেদের চেষ্টা না করা হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।