ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নে এলো নতুন নেতৃত্ব
“বেজে উঠল কি সময়ের ঘড়ি?এসো তবে আজ বিদ্রোহ করি”এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা সংসদের ২৩ তম কাউন্সিল।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মিলানয়তনে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের মাধ্যমে বলাই পালকে সভাপতি,আবরাব নাদিম ইতুকে সাধারণ সম্পাদক ও জ্যোতির্ময় রায় চৌধুরী নিলয়কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মাসুদ শেখের সভাপতিত্বে ও বলাই পালের সঞ্চলনার এই কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ -সভাপতি ছাত্রনেতা দীপক শীল ও আব্দুল হালিম বাবু,দপ্তর সম্পাদক ফয়েজুর মেহেদী এবং সদস্য আতিক রিয়াদ সহ ফরিদপুর জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে বক্তরা বলেন “লুটেরা আওয়ামী ছাত্রলীগের চাঁদাবাজি আজ মহামারী আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যলয়ের প্রশাসনের লাগামহীন বক্তব্য ছাত্র সমাজকে হতাশ করেছে এর থেকে মুক্তির জন্য ছাত্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।