প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ প্রয়াত
নিম্নবর্গের ইতিহাস চর্চার অন্যতম পথিকৃৎ রণজিৎ গুহ প্রয়াত হয়েছেন৷
শুক্রবার সন্ধ্যায় তিনি অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে প্রয়াত হন বলে ভারতীয় পত্রিকা আনন্দবাজার (অনলাইন)-এর এক প্রতিবেদনে বলা হয়।
প্রসঙ্গত, রণজিত গুহের সবচেয়ে সুপরিচিত বই হচ্ছে ‘এলিমেন্টারি আসপেক্টস অব পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া’, যা ঔপনিবেশিক ভারতের আগেকার লিখিত ইতিহাসের অনেক অধ্যায়কে প্রশ্নের সম্মুখে দাঁড় করায়।
উল্লেখ্য, ১৯২৩ সালের ২৩ মে বাংলাদেশের বরিশালের সিদ্ধকাটি গ্রামে জন্মেছিলেন তিনি৷ প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন তিনি৷
১৯৫৯ সালে দেশ ছাড়েন তিনি৷ এরপর ব্রিটেনের ইউনিভার্সিটি অফ সাসেক্স, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন৷
আগামী ২৩ মে প্রবীণ ইতিহাসবিদের ১০০ বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলেন তার শুভানুধ্যায়ীরা৷ তার প্রয়াণে শিক্ষা জগতে শোকের ছায়া নেমেছে৷ আমৃত্যু ইতিহাসচর্চায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন রণজিৎ গুহ৷