পরীমনির জামিন নাকচ, আরও একদিনের রিমান্ড
কারাগারে থাকা চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির আরও একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
আদালতে সিআইডির পক্ষ থেকে আবারো পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিলো। অন্যদিকে পরীমনির পক্ষে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেন জানিয়েছেন আইনজীবীরা।
গত ৪ঠা অগাস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে ওই বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে র্যাব।
৫ই অগাস্ট আদালতে উপস্থাপনের পর তাকে চারদিনের রিমান্ডে নেয়া হয় এই অভিনেত্রীকে।
এই রিমান্ডের মেয়াদ শেষ হবার পর ৯ই অগাস্ট আবারো তাকে আদালতে উপস্থাপন করে পাঁচ দিনের রিমান্ড চায় সিআইডি। তবে আদালত দু দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পরীমনির সঙ্গে একই দিন গ্রেপ্তার হওয়া চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজকে মাদক মামলায় দুইদিন এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী সবুজ আলীসহ চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
দুদিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে উপস্থাপনের পর তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
পরে সোমবার তার পক্ষ থেকে আবারো জামিনের আবেদন করা হয় যার শুনানির দিন ধার্য ছিলো বুধবার। কিন্তু সেদিনই শুনানির আগে রাষ্ট্রপক্ষ জানায় যে সিআইডি পরীমনিকে আরও পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে।
পরে আদালত আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে।
গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।