পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে সিপিবিসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
প্রবীন রাজনীতিক ও মুক্তিযোদ্ধা ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে শেষকৃত্যের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় পোস্তাগোলায় মহাশশ্মানে।
এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে প্রবীন এই রাজনীতিবীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, রোববার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মারা যান পঙ্কজ ভট্টাচার্য। তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
প্রসঙ্গত, পঙ্কজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন তিনি।
ষাট দশকের ছাত্র আন্দোলনের সময় থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন পঙ্কজ ভট্টাচার্য। মুক্তিযুদ্ধের সময় তিনি ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিটিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন।
২০১০ সালে পঙ্কজ ভট্টচার্য ঐক্য ন্যাপ প্রতিষ্ঠা করেন। সারাজীবন তিনি বাম রাজনীতির আদর্শ নিয়ে জীবন কাটিয়েছেন।
এ বছরের অমর একুশে বইমেলায় পঙ্কজ ভট্টচার্য এর আত্মজীবনীমূলক বই ‘আমার সেই সব দিন’ প্রকাশিত হয়।