নিরাপদ সড়কের আন্দোলন অব্যাহত; প্রতিকী লাশের মিছিল ও ব্যঙ্গচিত্র
নিরাপদ সড়কের দাবিতে ও সারা দেশে গণপরিবহনে হাফ পাসের শর্তহীন প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানী ঢাকায় আজও শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন অব্যাহত আছে।
আজ রোববার রাজধানীর শাহবাগে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ডাকা প্রতীকী লাশের মিছিল কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি শুরু হওয়ার আগে থেকে প্রায় শেষ পর্যন্ত শাহবাগ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।
এদিকে রাজধানীর রামপুরায় সড়কের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিভিন্ন ঘটনা ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরে প্রতিবাদ জানিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী।
রোববার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত তারা ঢাকার রামপুরা ব্রিজে মানববন্ধনে দাঁড়িয়ে নানা ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন এবং নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন।
শাহবাগে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির কারণে শিক্ষার্থীরা ‘সড়ক হত্যার শিকার ব্যক্তির প্রতীকী লাশ’নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা পর্যন্ত মিছিল করেন। রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে তাঁরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদী গানের আসর করবেন তাঁরা।
প্রসঙ্গত, সরকার বাসের ভাড়া বাড়ানোর পর থেকে শিক্ষার্থীরা আগের মত অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে। এর মধ্যে ২৪ নভেম্বর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী এবং ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ায় আন্দোলন নতুন মাত্রা পায়।
পরিবহন মালিকরা ঢাকাসহ সব মহানগরে শিক্ষার্থীদের ‘হাফ’ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলনকারীরা বলছে, ‘হাফ’ ভাড়া চালু করতে হবে সারা দেশে এবং সকাল ৭টা থেকে রাত ৮টার বদলে তা হতে হবে ২৪ ঘণ্টার জন্য।