নারীর প্রতি বৈষম্য নিরসনের দাবিতে গাইবান্ধায় সিপিবির নারী সেলের পদযাত্রা
গাইবান্ধা প্রতিনিধি: জনগণের ভোটাধিকার, কলেজ বিশ্ববিদ্যালয় দখলমুক্ত, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ, জাতীয় ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ, ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের রেশন কার্ড, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী প্রমূখের ওপর জুলুম-অত্যাচার বন্ধ, ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসমচুক্তি বাতিলসহ ১৭ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)’র ডাকে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মক্ষেত্র, গণপরিবহনসহ সকল স্থানে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, নারীর প্রতি যৌন নিপীড়ন, অবমাননা, বৈষম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে পদযাত্রা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা নারী সেল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় শহরের ১নং রেল গেইট থেকে পদযাত্রা শুরু হয়। এ সময় সংক্ষিপ্ত
সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নারী সেলের সম্পাদক সুপ্রিয়া দেব, নারী নেত্রী প্রতিভা
সরকার ববি, মিতা হাসান, রেহেনা বেগম, বনা রানী, মেহেরুন মুন্নি প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান ব্যবস্থায় নারীরা সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার। নারীর প্রতি নিপীড়ন বৈষম্য দূর করতে হলে দুবৃত্তায়িত ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এজন্য বাম গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে।