নারীদের এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে ইরান ও জর্ডান
নারীদের এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে গ্রুপ ‘জি’-তে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে আছে জর্ডান ও ইরান।
মেয়েদের এশিয়ান কাপে খেলবে ১২টি দল। আগামী জানুয়ারিতে ভারতে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।
গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর এশিয়ান কাপ খেলার টিকিট পাবে।
স্বাগতিক ভারতের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ অস্ট্রেলিয়া ও তৃতীয় হওয়া চীন সরাসরি খেলবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
বাকি আটটি দল খেলবে বাছাইপর্ব পেরিয়ে। বাছাইপর্বে ২৮টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। চারটি গ্রুপে আছে চারটি করে দল ও চারটি গ্রুপে দল তিনটি করে। বাছাইপর্ব শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে।
মেয়েদের ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ১৩৭ নম্বরে। যেখানে জর্ডান ও ইরানের অবস্থান যথাক্রমে ৫৯ ও ৭৭ নম্বরে।