নাগরিকত্ব সংশোধনী বিল: উত্তাল পশ্চিমবঙ্গ
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ।
শনিবার সকাল থেকেই রাজ্যের নানা স্থানে দফায় দফায় বিক্ষোভ ও রেল-সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
সকাল থেকেই ডোমজুড়ের সলপ মোড়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। কোনা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলছে। বিক্ষোভকারীদের সাথে কোথাও কোথাও পুলিশের ধস্তাধস্তি হয় বলেও অভিযোগ রয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে বন্ধ শিয়ালদহ ডিভিসনের বারাসত-হাসনাবাদ শাখায়। অবরোধ করা হয় হাসনাবাদ শাখার সোঁদালিয়া-লেবুতলা স্টেশনের মধ্যবর্তী এলাকা। সকাল ৮টা থেকে বন্ধ লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় রেল চলাচল বিপর্যস্ত। ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মালদহ ডিভিসনের আজিমগঞ্জ শাখাতেও বিক্ষোভের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
জঙ্গিপুর, মহিপাল-সহ বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যায়। বাসুদেবপুরে হল্ট স্টেশনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। সাঁকরাইলে অবরোধের জেরে হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় লোকাল ও দূরপাল্লার ট্রেন। খবর-গণশক্তি