নড়াইলে কমরেড সুকুমার কুন্ডু স্মরণে শোক সভা
নড়াইল অঞ্চলের বাম আন্দোলনের অন্যতম সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সংগঠক অকাল প্রয়াত কমরেড সুকুমার কুন্ডু স্মরণে নড়াইলের রূপগঞ্জ মুচির পোল চত্বরে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), নড়াইল জেলার উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক অঞ্জন রায়। সভার শুরুতে প্রয়াত সুকুমার কুন্ডুর প্রতি ১ মিনিট দাড়িয়ে শ্রদ্ধা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সিপিবির সাধারন সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মতিন, অ্যাড. রবীন্দ্রনাথ বিশ্বাস, সঞ্জিত রাজবংশী, প্রবীর বিশ্বাস, কল্যাণ মুখার্জী প্রমুখ।