ধামরাইয়ে বাস চাপায় নিহত ১
ঢাকার ধামরাই উপজেলায় বাসচাপায় ইমরান হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ধামরাই থানার এসআই শেখ কামরুল ইসলাম ।
নিহত ইমরান হোসেন উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।
এসআই কামরুল জানান , নীলাচল পরিবহন নামে একটি বাস মহাসড়কের শ্রীরামপুর সেতু পার হওয়ার সময় ইমরানকে চাপা দিয়ে চলে যায় । গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।