দিল্লির একটি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
ভারতের দিল্লি শহরের কেন্দ্রস্থলে একটি ব্যাগ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) ভোর ৫ টায় রানি ঝাঁসি সড়কের আনাজ মান্দি এলাকার কারখানাটিতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নিহতদের অধিকাংশই কারখানাটির শ্রমিক। যখন আগুন লাগে, তখন কারখানার শ্রমিকরা ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনাস্থল থেকে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকা পড়া অনেককে উদ্ধার করে আরএমএল হাসপাতাল ও হিন্দু রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
দিল্লি ফায়ার সার্ভিসের উপপ্রধান সুনীল চৌধুরী সাংবাদিকদের বলেন, “৬০০ বর্গফুটের ওই কারখানাটিতে ভোরে আগুন লাগে। এর ভেতরটা অন্ধকার। এখানে স্কুলব্যাগ, বোতল তৈরি করে রাখা হত।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ জানা যায়নি তবে কারখানাটির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে ৩০টি ফায়ার ট্রাক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।