তালেবানের স্বীকৃতি পেতে শর্তের কথা বললেন ম্যাঁক্রো
তালেবানকে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কী ধরনের শর্ত প্রযোজ্য হতে পারে সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো।
‘ফ্রান্স ইন্টার’ বেতারে মঙ্গলবার সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে মাক্রোঁ বলেন, তালেবানকে দেয়া বিভিন্ন শর্তের মধ্যে নারীর সমতা, বিদেশি দাতা সংস্থাগুলোকে কাজ করতে দেয়ার অনুমতি ও ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোকে সহযোগিতা না করার বিষয় অবশ্যই থাকতে হবে৷
ডিডব্লিউ বাংলা (অনলাইন) –এর এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।
এমানুয়েল ম্যাঁক্রো এ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলন থেকে এমন বার্তা দেয়ার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘আমি মনে করি আন্তর্জাতিক স্বীকৃতির একটা মূল্য থাকা উচিত৷ এবং আফগান নারীদের সম্মান রক্ষা, পুরুষ ও নারীর মধ্যে সমতা আনার বিষয়টি আমাদের শর্তের মধ্যে থাকা উচিত।”
রোমে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা আফগানিস্তান নিয়ে কথা বলবো৷ আমাদের বলতেই হবে৷ আমরা ইউরোপীয়রা, মার্কিনিরা, চীন, রাশিয়া, আফ্রিকা, এশিয়া, প্যাসিফিক ও ল্যাটিন অ্যামেরিকার বড় শক্তিরা, আমাদের সবার একটা পরিষ্কার বার্তা থাকতে হবে, এবং সেটা দিয়ে আমরা তালেবানকে স্বীকৃতি দেয়ার জন্য বিভিন্ন শর্ত ঠিক করবো৷”