চীনের টিকা দ্বিগুণ দামে কেনার প্রস্তাব অনুমোদন
চীনের সিনোফার্ম থেকে প্রতি ডোজ ১০ ডলার দরে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি ডোজের দাম পড়বে বাংলাদেশী মুদ্রায় ৮৫০ টাকা।
এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড কিনে এতদিন টিকাদান চালিয়ে আসছিল বাংলাদেশ। সব খরচ মিলিয়ে ওই টিকার দাম পড়েছে ৫ ডলার।
এই হিসাবে চীন থেকে টিকা কিনতে বাংলাদেশকে এখন প্রতি ডোজে দ্বিগুণ টাকা গুণতে হচ্ছে।
আজ (২৭ মে) বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুষ্ঠিত সভায় ক্রয় কমিটি চীনের টিকা কেনার এ অনুমোদন দেয়।
জুন, জুলাই ও আগস্টের শেষ দিকে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকরতারা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, জুন, জুলাই ও আগস্টের শেষ দিকে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে।
দেড় কোটি ডোজ টিকার মোট দাম পড়বে ১৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা পড়বে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ মে সিনোফার্মের টিকার ৫ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছায়, যা চীন সরকার উপহার হিসেবে পাঠিয়েছে। আরও ৬ লাখ ডোজ টিকা চীন উপহার হিসেবে দেবে বলে জানিয়েছে।