ঘুর্ণিঝড় জওয়াদ: ভারী বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
ঘুর্ণিঝড় জওয়াদের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরো দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা নাগাদ এটি লঘুচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘুর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ দেশের বিভিন্ন বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনো দেয় আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া আজ সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে ঢাকা, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকুলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে।
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।