গাজীপুরে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৪
গাজীপুরে এক কিশোরীকে জোর করে ট্রাকে তুলে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গীতে এ ঘটনা ঘটে।
টঙ্গীর হিমারদীঘি এলাকার এ ঘটনায় গ্রেপ্তারকৃত চার যুবককে শনিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ৪ জন হলেন- বরিশালের মেহেন্দীগঞ্জের মো. শাহবুদ্দিন (২০), জামালপুরের বকশীগঞ্জের বাবু মণ্ডল (২০), ময়মনসিংহের গৌরীপুরের তোফাজ্জল হোসেন (১৯) ও মুন্সিগঞ্জের শ্রীনগরের মো. নয়ন (১৮)।
ঘটনার শিকার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ছোট ভাইয়ের সঙ্গে ওই কিশোরী চেরাগআলী এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে রিকশায় টঙ্গীর মিরাশপাড়ায় তাদের বাসায় ফিরছিলেন। ফেরার পথে ধর্ষকরা টঙ্গীর হিমারদীঘিতে রিকশা থামিয়ে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে কিশোরীটিকে ট্রাকের তুলে কয়েকজনে ধর্ষণ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।