গণবিরোধী আইনে আটককৃত নেতাদের মুক্তি দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সিপিবির
ডিজিটাল নিরাপত্তা আইনে আটকৃত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মিহির ঘোষ এবং গাইবান্ধা জেলার গিদারী ইউনিয়নের সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ছাদেকুল ইসলাম মাস্টারসহ সকল কারাবন্দী নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিপিবির উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ (১২ ফেব্রুয়ারি), শনিবার দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর
সিপিবির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিপিবি রংপুর জেলা কমিটির উদ্যোগে একটি সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রংপুর প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি রংপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কৃষকনেতা কমরেড আলতাফ হোসেন, কৃষকনেতা হৃদয় কুমার বর্মন, মহানগর কমিটির
সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, যুব ইউনিয়ন রংপুর জেলা সভাপতি যুবনেতা মেজবাহ বাবু, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সভাপতি ছাত্রনেতা আবু সালেহ সিহাব প্রমূখ।
সমাবেশে বক্তারা সকলেই জননেতা কমরেড মিহির ঘোষসহ সকল কারাবন্দীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সেইসাথে অবিলম্বে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবীও জনান।
বগুড়া
সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ আটককৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিপিবি বগুড়ার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টা ৩০ মিনিটে সাতমাথায় জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন হরি শংকর সাহা, হাসান আলী শেখ, সন্তোষ কুমার পাল, ফজলুর রহমান, সাঝেদুর রহমান ঝিলাম, ছাব্বির আহমেদ রাজ প্রমুখ। সমাবেশ সঞ্চালন করেন অখিল পাল।
গাইবান্ধা
কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ আটক নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা।
এসময় সমাবেশের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাম।
উল্লেখ্য, গাইবান্ধার গিদারী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধা থানায় দায়েরকৃত মিথ্যা মামলায় গত ১৯ জানুয়ারি ২০২২ তারিখে কমরেড মিহির ঘোষসহ কতিপয় নেতাকর্মীদের রংপুর সাইবার ট্রাইব্যুনাল জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।