কৃষক নেতা, ভাষাসৈনিক কমরেড মালিক প্রয়াত, সিপিবি ও কৃষক সমিতির শোক
বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রবীণ কৃষক নেতা প্রখ্যাত কমিউনিস্ট নেতা আজীবন বিপ্লবী, ভাষাসৈনিক কমরেড আব্দুল মালিক প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
আজ (১৩ জুন), সোমবার ভোর সোয়া পাঁচটায় নিজ বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথ্বিমপাশা গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।
কমরেড আব্দুল মালিক এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স শোক জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।
এদিকে বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন আজ এক বিবৃতিতে কৃষক নেতা কমরেড আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কৃষক নেতা কমরেড আব্দুল মালিক এদেশের শোষিত নিপীড়িত কৃষক-শ্রমিক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের একজন মহান নেতা।
কমরেড আব্দুল মালিক এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির পক্ষ থেকেও গভীর শোক, শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, আজীবন সংগ্রামী কৃষক নেতা আব্দুল মালিক মহান ভাষা আন্দোলনের একজন অন্যতম সংগঠক। ভাষা আন্দোলন পরবর্তী প্রতিটি আন্দোলন সংগ্রামে সিলেট বিভাগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
কৃষক নেতা আব্দুল মালিক এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।