কৃষকের আত্মহত্যার চেষ্টায় দায়ীদের বিচার ও সারের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সেঁচের পানি না পেয়ে আদিবাসী কৃষকের কীটনাশক বিষপান করে আত্মহত্যার চেষ্টার জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি ও সারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি
আজ (১২ এপ্রিল ২০২৩), বুধবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. এসএমএ সবুর-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরী, সহসাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, কৃষক সমিতি বরেন্দ্র আন্দোলন কমিটির সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার।
নেতৃবৃন্দ বলেন, গত বছর আগস্ট মাসে ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ৬ টাকা বৃদ্ধির ধকল কৃষকরা এখনো কাটিয়ে উঠতে পারেনি কৃষক ফসল উৎপাদনে চরম লোকসান দিচ্ছে, এরই মধ্যে আবারও গত ১০ এপ্রিল সকল প্রকার সারের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়ানো হলো।
বর্ধিত দামে বিঘাপ্রতি কৃষকের প্রায় ৬০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। গত ছয় মাস আগেই ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ৬ টাকা বৃদ্ধি করে কৃষকের নাভিশ্বাস বের করে দিয়েছিলো সরকার। সার, বীজ, কীটনাশকসহ সকল প্রকার কৃষি উপকরণের দাম লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। ফসলের লাভজনক দাম না পেয়ে কৃষক দিশাহারা। কৃষি বাজার সিন্ডিকেট গোষ্ঠীর হাতে জিম্মি। এবার কেবল ইউরিয়াই নয় সাথে ডিএপি, টিএসপি, এমওপি সারের দামও কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে দিয়েছে। ইউরিয়া ২৭, ডিএপি ২১, টিএসপি ২২, এমওপি ২০ টাকা কেজি কৃষকের কিনতে হবে।
নেতৃবৃন্দ, সারের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং বর্ধিত দাম প্রত্যাহার করে কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর দাবি জানান।
নেতৃবৃন্দ, বারবার ধর্ণা দিয়েও সেঁচের পানি না পেয়ে কীটনাশক বিষপান করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বর্ষাপাড়া গ্রামের মুকুল সরেণ (৩৫) মনের কষ্টে ক্ষোভে আত্মহত্যা চেষ্টা করার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, ‘গত ১০ এপ্রিল বরেন্দ্র কর্তৃপক্ষের সেঁচ অপারেটরের কাছে সেঁচের পানির চাইলে নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা দাবি করে হয়রানি করে অপারেটর। সময়মতো পানি না পেয়ে জমির বোরো ধান নষ্ট হয়ে যাওয়ায় চরম হতাশাগ্রস্ত হয়ে কষ্টে ক্ষোভে জমিতেই কীটনাশক বিষপান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আদিবাসী কৃষক মুকুল সরেন চিকিৎসা গ্রহণ করেন। গত বছর ২৩ মার্চ দুই আদিবাসী কৃষক ভাই রবি মার্ডি ও অভিনাথ মার্ডি বারবার সেঁচের পানি চেয়ে না পেয়ে জমিতেই কীটনাশক বিষপান করে আত্মহত্যা করেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়ম হয়রানি দুর্নীতির কারনে প্রান্তিক কৃষক চড়ম হতাশাগ্রস্ত হয়ে মৃত্যুকে বেছে নিচ্ছে। এই ধরনের আত্মহত্যা হত্যাকান্ডের শামিল। এর জন্য বরেন্দ্র কর্তৃপক্ষ দায়ী।’
সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আদিবাসী কৃষকের আত্মহত্যায় চেষ্টার জন্য দায়ি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, আবারও সারের দাম বাড়ানো হলো। গত ছয় মাস আগেই ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ৬ টাকা বৃদ্ধি করে কৃষকের নাভিশ্বাস বের করে দিয়েছিলো সরকার। এবার কেবল ইউরিয়াই নয় সাথে ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে দিয়েছে। সারের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড প্রদান, ধানের দাম মণ প্রতি ১৫০০ টাকা নির্ধারণ ও প্রকৃত উৎপাদক কৃষকের কাছ থেকে ধান ক্রয়,পল্লী রেশন ও শস্য বীমা চালু ও বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে আগামী ৩ মে, ২০২৩ জেলা ও উপজেলায় সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালনের আহ্বান জানান।