কুষ্টিয়ায় কমরেড জসীম মণ্ডলের স্মরণসভা অনুষ্ঠিত
সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের বীর সেনানী, একাত্তরের মুক্তিযুদ্ধের সংগঠক, মেহনতি মানুষের মুক্তি-সংগ্রামের মহানায়ক কমরেড জসীম উদ্দীন মণ্ডল এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া শহরের আমলা বাজার চত্তরে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
কমরেড জলি তালুকদার বলেন, জসীম মণ্ডল সারা জীবন সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে জিয়াউর রহমানের শাসনামলে পুনরায় গ্রেফতার হন এবং ২ বছর কারাগারে কাটান। ১৯৯১ সালে পার্টির ৫ম কংগ্রেসে এবং কংগ্রেসোত্তর সময়ে বিলোপবাদী চক্রের বিরুদ্ধে মতাদর্শিক সংগ্রামকালে কমরেড জসিম মন্ডল সারা দেশ ঘুরে বক্তৃতা করেন। ১৯৯৩ সালে ১৫ই জুন সিপিবির বিশেষ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন।
বক্তারা বলেন, শোষণ বৈষম্যের বিরুদ্ধে কমরেড জসীম মণ্ডল নিরলস যোদ্ধা ছিলেন। কমরেড জসীম মন্ডলের মত নেতা বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি রুখতে বড়ই প্রয়োজন।
স্মরণসভা সভাপতিত্ব করেন কমরেড জসিম মন্ডলের ছোট ভাই আব্দুল করিম মন্ডল। প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড জলি তালুকদার, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি ওয়াকিল মুজাহিদ, রফিকুল ইসলাম, পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় পরিষদ সদস্য কৃষক নেতা আহসান হাবিব, অধ্যাপক কৃষক নেতা ওহিদুজজামান পিন্টু, সামসুজ্জোহা মন্টু, আব্দুর রাজ্জাক, ছাত্র নেতা রাজিব আহমেদ স্মরন সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক ম. হেলাল উদ্দিন।