কাল থেকে তিন কেন্দ্রে ফাইজারের টিকা বিতরণ শুরু
দেশে আগামীকাল (২১ জুন) সোমবার থেকে ফাইজার বায়োএনটেকের টিকা প্রদান শুরু হচ্ছে।
প্রাথমিক অবস্থায় ঢাকার তিনটি কেন্দ্রে এই টিকা প্রদান করা।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে।
প্রাথমিক অবস্থায় যে তিনটি কেন্দ্রে এই টিকার ট্রায়াল বা ফার্স্ট-রান শুরু হবে, সেগুলো হল- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এই টিকার ট্রায়াল বা ফার্স্ট-রান শুরু করা হচ্ছে।
প্রতিদিন ১২০ জনকে টিকা দেয়া হবে। চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা চলমান টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবে বলে জানানো হয়েছে।
টিকার দেয়ার পর এক সপ্তাহ টিকা গ্রহীতাদের ওপর টিকার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। এরপর মূল্যায়নের প্রেক্ষিতে সেকেন্ড-রান বা গণটিকা প্রদান শুরু হবে।
সেকেন্ড-রান যখন শুরু হবে তখন হাসপাতালের সংখ্যা বাড়ানো হবে।
যিনি প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবেন তাকে দ্বিতীয় ডোজ হিসেবেও সেটাই দেয়া হবে।
উল্লেখ্য, দেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলছে। গতকাল শনিবার থেকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। ফাইজারের টিকা দেওয়া শুরু হলে এক সঙ্গে তিন ধরনের টিকা দেওয়া চলবে।