কারওয়ান বাজারে যাত্রাবাহী বাসে আগুন
রাজধানীর কারওয়ান বাজারে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে কারওয়ান বাজারের পদচারী–সেতুর সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। বাসটিতে যাত্রী থাকলেও সঙ্গে সঙ্গে নেমে পড়ায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ ।
তেজগাঁও থানার ওসি শামীম আল রশীদ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কারওয়ান বাজারে ট্রাস্টের বাসটিতে আগুন ধরেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-শাহবাগ রুটে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস বেলা পৌনে ৩ টার দিকে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসটি কারওয়ান বাজার পেরিয়ে যাওয়ার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। পদচারী–সেতু সামনে আসার পর বাসটি থেমে যায়। এ সময় ওই বাসের ভেতরের যাত্রীরা জানালা ও দরজা দিয়ে বের হয়ে যান। এর অল্প সময় পর পুরো বাসে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বেলা ৩ টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা সোহাগ মাহমুদজানান, বেলা পৌনে ৩ টার দিকে বাসটিতে আগুন ধরার খবর পান তারা। সুন্দরবন হোটেলের সামনে থাকা তাদের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়।