কাবুলে নারীদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করল তালেবান
বাইরে কাজ করার অধিকার এবং সরকারে অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করেছে একদল নারী।
তালেবান সেই বিক্ষোভ কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা বলছেন, তারা একটি সেতু থেকে হেঁটে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে ছোঁড়া হয়।
উল্লেখ্য, কাবুল এবং হেরাতে নারীদের বেশ কয়েকটি বিক্ষোভের মধ্যে এটি সর্বশেষ।
সংবাদ মাধ্যম বিবিসি বাংলা (অনলাইন) –এর এক সংবাদ প্রতিবেদনে এসব খবর পরিবেশন করা হয়।
অনেক নারী ভয় পাচ্ছেন যে, ১৯৯৬ এবং ২০০১ সালে তালেবান ক্ষমতায় থাকার সময়ে নারীদের সাথে যে আচরণ করা হয়েছিল, সেই একই আচরণ আবারো করা হবে কিনা। নারীদের বাইরে বের হতে হলে মুখ ঢেকে রাখতে হতো এবং ছোটখাটো অপরাধের জন্যও কঠোর শাস্তি দেওয়া হতো।
এদিকে তালেবান বলেছে নারীরা সরকারে যোগ দিতে পারবে, কিন্তু মন্ত্রীর পদে থাকতে পারবে না।