কানাডায় রেল শ্রমিকদের ধর্মঘট
একতা লাইভ অনলাইন: কানাডার রাষ্ট্রায়াত্ত রেল শ্রমিকরা গত মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে ধর্মঘট পালন করছে। মূলত স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি নিশ্চিতের জন্যই এই আন্দোলনের ডাক দিয়েছে বলে এক খবরে জানিয়ে তেলেসুর টিভি নেটওয়ার্ক।
ধর্মঘটে প্রায় ৩০০০ হাজার শ্রমিক অংশ নিয়েছে বলে জানা গেছে। দেশটির লেবার ইউনিয়ন টিমস্টার অব কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে, রেলওয়ে কতৃপক্ষ শ্রমিকদের নিয়োগ সংক্রান্ত চুক্তির বিষয়ে সমাধান করতে ব্যর্থ হয়েছে।
এরআগে গত শনিবার সংকট সমাধানের জন্য রেল কতৃপক্ষ বরাবর ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে নোটিশও পাঠায় তারা। নোটিশে সোমবারের সকালের মধ্যে শ্রমিকদের নিয়োগের সংক্রান্ত চুক্তি সাক্ষর করা থাকলেও সেটি শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি। এরপরই শ্রমিকরা ধর্মঘটে যায়।
টিমস্টার ইউনিয়নের নেতা ক্রিস্টফার মন্ঠে জানান, সোমবার তারা ধর্মঘটে যান কারণ বিষয়টি তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত। এদিকে কানাডার লেবার ইউনিয়ন ধর্মঘটের সমর্থন জানিয়ে কর্মসূচিরর বেশকিছু ছবি তাদের ফেসবুক গ্রুপে শেয়ার করেছে। এর আগে গেলো সেপ্টেম্বরে চুক্তি বিষয়ে বৈঠকে কোন আশানুরূপ ফলাফল না আসায় রেল শ্রমিকরা ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দেন। তার আগে গত ২৩ শে জুলাই ছিলো এই চুক্তির বিষয়ে রেল কতৃপক্ষের সঙ্গে দরকষাকষি করার শেষ দিন।
এমএইচ/এফএইচ/এসএ/২০১১১৯