করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে উত্তাল ব্রাজিল
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো বিরোধী বিক্ষোভে উত্তাল অবস্থা বিরাজ করছে দেশটিতে। তিনি যেভাবে কোভিড-১৯ মহামারী সামলানোর চেষ্টা করছেন তার বিরুদ্ধে দেশটির কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির অন্তত ১৬টি শহরে বিক্ষোভ হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণে দেশটিতে ৪ লাখ ৬১ হাজার মানুষের প্রাণ গেছে। বলসোনারোর উদাসীনতার কারণেই দেশটিতে করোনা সংক্রমণের এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন বিক্ষোভকারীরা।
বার্তা সংস্থা এএফপি এসব তথ্য নিশ্চিত করেছে।
এএফপির সসংবাদে জানানো হয়, রিও ডি জেনিরোতে ১০ হাজারের মতো মানুষ মাস্ক পরে রাস্তায় বিক্ষোভ করেছেন। তাঁরা ‘বলসোনারো গণহত্যা চালিয়েছেন’অথবা ‘বলসোভাইরাস দূর হোক’বলে স্লোগান দেন।
ব্রাজিলের বেশ কয়েকটি বড় বড় শহরে এ ধরনের বিক্ষোভ হয়েছে।
স্থানীয় সময় গতকাল শনিবার ব্রাসিলিয়া, সালভাদর, বেলো হরিজনতে শহরে বিক্ষোভ হয়েছে। ব্রাজিলের উত্তর–পূর্বাঞ্চলের রিসাইফ শহরে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে।
প্রসঙ্গত, বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, বলসোনারো করোনাভাইরাসকে বরাবরই ‘সাধারণ ফ্লু’বলে উড়িয়ে দিয়েছেন। তিনি ঘরে থাকা, মাস্ক পরার বিরোধিতা করেন। টিকা নেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন।
এছাড়াও, আমাজনে বন উজাড় করে দেওয়া ও আদিবাসীদের জমি দখলের জন্য বলসোনারোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বলেছেন, বলসোনারো সহিংসতা ও জাতিগত বিদ্বেষ উসকে দিচ্ছেন।