করোনায় মৃত্যু ৬১, শনাক্ত দুই হাজারের কম
সরকারি পরিসংখ্যানে দেশে করোনাভাইরাসের প্রকোপ কমছে।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৬১ জন। একই সময়ে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৩৭ জন।
উল্লেখ্য, প্রায় ১২ সপ্তাহ পর করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজারের নিচে নামল। আর মৃত্যুর সংখ্যাও ১১ সপ্তাহে সর্বনিম্ন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৭৩৭ জন কোভিড রোগী শনাক্তের কথা শনিবার জানিয়েছে।
গত ১২ জুনের পর এক দিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি। সেদিন ১ হাজার ৬৩৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬।
নতুন মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৯৩।