করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু, শনাক্ত ছয় হাজারের অধিক
দেশে করোনাভাইরাসের সংক্রমণে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৫৯ জন।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এ পরিসংখ্যান তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনায় মৃত্যু আগের দিনের চেয়ে কমলেও নতুন রোগী শনাক্ত এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগের দিন ১৮৭ জনের মৃত্যু এবং ৬ হাজার ৬৮৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ০৮ শতাংশ । আগের দিন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২০ দশমিক ২৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৮৬১। মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩৪৯ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ৩৭ জন এবং খুলনা বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।
উলেখ্য, গত জুলাই মাসে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮২ জনের। প্রায় দেড় বছর ধরে চলা এ মহামারিতে এর আগে কোনো মাসে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। এর আগে বেশি মৃত্যু হয়েছিল গত এপ্রিলে ২ হাজার ৪০৪ জনের।