করোনাভাইরাস: গত এক মাসে সর্বোচ্চ শনাক্ত
দৈনিক শনাক্ত বিবেচনায় গত এক মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে এক দিনে।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯৮৮ জনের মধ্যে।
এর আগে গত ৩০ এপ্রিল ২ হাজার ১৭৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল মঙ্গলবারের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৪১ জনের মৃত্যু হয়। করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৭৬৫ জনের।
দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন, মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৯৪ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।