করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ২৬১৯
করোনাভাইরাসে রোববার চীনে আরও ১৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই মৃত্যু হয়েছে হুবেই প্রদেশেই। চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৫৯২ জনে।
রোববার চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, সব মিলিয়ে চীনের বাইরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ জন। তাদের মধ্যে ইরানে ৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৭ জন, জাপানে ৪ জন, ইতালিতে ৩ জন, হংকংয়ে ২ জন এবং ফিলিপিন্স, ফ্রান্স ও তাইওয়ানে ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ জন।
সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ১৫০ জনে। আর ২৯টি দেশ ও তিনটি অঞ্চল মিলিয়ে এ পর্যন্ত অন্তত ৭৯ হাজার ৩৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, রোববার দেশটির মূল ভূখণ্ডে ৪০৯ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৬৪৮ জন।