কমরেড হেনা দাসের ৯৮তম জন্মবার্ষিকী পালিত
সিপিবি কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে আজীবন কমিউনিস্ট বিপ্লবী কমরেড হেনা দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁর ৯৮তম মৃতুবার্ষিকী পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল ১২ জানুয়ারি কমরেড হেনা দাসের জন্মবার্ষিকীতে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম-এর নেতৃত্বে সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ব্রিটিশবিরোধ সংগ্রাম, মুক্তিযুক্ত, শিক্ষক আন্দোলন, নারী মুক্তির লড়াই- প্রখ্যাত নারী নেত্রী, বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তী নেত্রী কমরেড হেনা দাস মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন। মুক্ত মানবের মুক্ত সমাজ তথা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে মাত্র ১৪ বছর বয়সে কমরেড হেনা দাস সংগ্রামে অবতীর্ণ হন। তিনি ব্রিটিশ ও পাকিস্তানি শাসন-শোষণের শৃঙ্খল ছিন্ন করে দেশমাতৃকার স্বাধীনতার জন্য লড়াই করেছেন। বঞ্চিত নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক।
কমরেড হেনা দাসের মতো বহুমুখী ধারার আন্দোলনের অনন্য নেত্রী এদেশে খুবই কম জন্মেছেন। এদেশের প্রগতিশীল আন্দোলনের প্রতিটি পর্যায়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন কমরেড হেনা দাস।