কমরেড মমতাজ বেগমের মৃত্যুতে সিপিবির শোক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সীতাকুণ্ড উপজেলার লতিফপুর শাখার সদস্য নারীনেত্রী কমরেড মমতাজ বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার (২৯ জানুয়ারি, ২০২৩) দিবাগত রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যৃবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
কমরেড মমতাজ বেগমের মৃত্যুতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানান।
সিপিবি, চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাংগীর তাঁর মৃত্যুতে শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, শোকাহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, কমরেড মমতাজ বেগম সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রমিকনেতা কমরেড মছিউদ্দৌলার সহধর্মিণী।