ইসরায়েলে ফিলিস্তিনি মানবাধিকারকর্মী গ্রেপ্তার, ফের উত্তেজনা
ফিলিস্তিনের দুইজন মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের পুলিশ বাহিনী। ওই দুই কর্মী পূর্ব জেরুসালেমের বাসিন্দা।
জেরুসালেম থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে ইসরায়েল সরকার, এই মানবাধিকারকর্মীরা প্রথম থেকেই তার বিরোধিতা করছিলেন।
এরা হলেন পূর্ব জেরুসালেমের বাসিন্দা মুনা এবং মোহাম্মেদ এল কুর্দ।
এদিকে ইসরায়েলের পুলিশ জানিয়েছে, দুইজনেই দাঙ্গায় অংশ নিয়েছিলেন। বিক্ষোভের মুখে একজনকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে।
আজ (০৭ জুন) সোমবার ডিডব্লিউ বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।
অন্যদিকে, আল জাজিরার এক সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়। তিনিও থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে অভিযোগ করেছে ইসরায়েলের পুলিশ।
মিশরের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ সাময়িক ভাবে থেমেছিল। এখনো আলোচনা চলছে। তারই মধ্যে এই ঘটনা নতুন করে উত্তেজনা ছড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।