আবরার হত্যার বিচার দাবিতে রাবিতে সড়ক অবরোধ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা কর্মীরা।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আবরার হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
অবরোধ চলাকালীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, কি এক ভয়ংকর সময়ে আমরা বসবাস করছি, এই রাষ্ট্রে এখন জীবনের কোন নিরাপত্তা নেই। আমরা দেখেছি গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তা পা ভেঙে দেওয়া হয়েছিল। কিছু দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এরকম অসংখ্য অপকর্মের সঙ্গে জড়িতদের কোনও বিচার হয়নি।
তিনি বলেন, এবার বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করা হলো, এই হত্যাকান্ডের বিচার যদি না হয় আগামীদিনে ঐ খুনিরা আরও বেপরোয়া হয়ে উঠবে। আমরা অবিলম্বে আবরার-এর খুনিদের বিচার চাই।
আবরার হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে বিকালে আবার ঢাকা-রাজশাহী মহসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে দুই সংগঠনের নেতৃবৃন্দ।