আবরার হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ
আবরার হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে নগরের নিউমার্কেট মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আবরার সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত পানি বিষয়ক চুক্তি এবং গ্যাস রপ্তানীর চুক্তি নিয়ে সমালোচনা করেছিল। এজন্য তাঁকে মেরে ফেলা হলো! এই ঘটনায় হত্যাকারীরা ছাত্ররাজনীতির নামে কর্তৃত্ববাদী আচরণের ভূমিকা নিয়ে মতপ্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে যার সর্বশেষ পরিনতি ছিল আবরারকে হত্যা করা। এর আগেও ভিন্ন মতের জন্য ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হয়েছে আরো অনেক শিক্ষার্থীকে।
নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসগুলো আজ মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে। এভাবে দমন-নিপীড়ন করে কোন প্রতিক্রিয়াশীল ও গণবিরোধী গোষ্ঠী টিকে থাকতে পারেনা।
নেতৃবৃন্দ আরও বলেন, মতপ্রকাশে আবরার ফাহাদের মত শিক্ষার্থীদের যেন নৃশংসভাবে হত্যার শিকার হতে না হয়। অতিসত্ত্বর আবরার হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসমুক্ত ছাত্ররাজনীতির পরিবেশ তৈরী করতে হবে।
সংগঠনের জেলা সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রাফি, স্কুল ছাত্র সম্পাদক নিশান রায়, কোতোয়ালি থানার কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুর রহমান খান প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠন কার্যালয়ে গিয়ে শেষ হয়৷