অসহায় শীতার্তদের মাঝে যুব ইউনিয়নের কম্বল বিতরণ
বগুড়ায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে বগুড়ায় ক্রিসেন্ট রিক্রিয়েশন ক্লাব কলেজ রোডে বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও বগুড়া জেলার কাটনারপাড়, বিন্দাবন পাড়া, ফুলবাড়ি, কাহালু , আদমদিঘী, সোনাতলা, ও শারিয়াকান্দিতেও কম্বল বিতরণ করেছে যুব ইউনিয়ন।

কম্বল বিতরণের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির খান পাপ্পু,সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ রবিন প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সংগঠনের উদ্যোগে দেশের যেকোনো মানবিক দূর্যোগে ও সাহায্যে বিগত দিনের ন্যায় ভবিষ্যতেও দেশের মানুষেরা পাশে নিয়োজিত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।