অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার দাবি স্কপের
৮ ঘন্টা কাজ, ন্যায্য মজুরি, ট্রেডইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা এবং অত্যাবশকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর আহবানে শ্রমিক সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে আজ (১ মে ২০২৩), সোমবার, সকাল ১১টায়, পল্টন মোড়ে এ শ্রমিক সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্কপের যুগ্ম সমন্বয়কারি আব্দুল কাদের হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মো: আবু জাফর, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, কামরুল আহসান, শামিম আরা, ডা: ওয়াজেদুল ইসলাম খান, বাদল খান, নইমুল আহসান জুয়েল, রিপন চৌধুরী, আমিরুল হক আমিন, ফিরোজ হোসেন, আবুল কালাম আজাদ, নুরুল আমিন, মাহবুবুল আলম, আজিজুন নাহার, আব্দুর রাজ্জাক, খলিলুর রহমান প্রমুখ।
সভায় ঘোষণাপত্র পাঠ করেন স্কপের যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, সভা পরিচালনা করেন আহসান হাবিব বুলবুল।
সভা থেকে ৮ঘন্টা কাজ, ন্যায্য মজুরি, ট্রেডইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা এবং অত্যাবশকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। নিম্নে ঘোষিত বক্তব্য এবং কর্মসূচী উল্ল্যেখ করা হলো-
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ – স্কপের মহান মে দিবস ২০২৩ এর ঘোষণায় দাবি উত্থাপন করা হয়-
১। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার কর। ধর্মঘটের গণতান্ত্রিক অধিকার খর্ব করা চলবে না।
২। প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক এবং মালিকানা নির্বিশেষে ইপিজেড, ইসিজেডসহ সকল সেক্টরের শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।
৩। আইন করে জাতীয় ন্যুনতম মজুরী ২০ হাজার টাকা ঘোষণা কর এবং সেক্টরভিত্তিক মজুরি নির্ধারণ কর।
৪। অগণতান্ত্রিক ধারাসমুহ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রবর্তন কর।
৫। শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে নিহত আহতদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত কর।
এই সমস্ত দাবিসহ স্কপের ৯ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার লক্ষে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করে-
১) আগামী ১৩ মে ২০২৩ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশে সংসদে উত্থাপিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
২) ২৭ মে ২০২৩ সকল সেক্টরের শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করা ও আন্দোলন শক্তিশালী করার জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের পক্ষ থেকে আমরা সকলের প্রতি আহবান জানানো হয়।