অক্টোবর বিপ্লব বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মহান অক্টোবর রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০২তম (১৯১৭-২০১৯) বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটি এক আলোচনা সভার আয়োজন করেন।
বুধবার (২০ নভেম্বর) এই আলোচনা সভার চট্টগ্রাম জেলার সম্পাদক মণ্ডলী সদস্য নূরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় এবং অধ্যাপক উত্তম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক কানাই লাল দাস, অমৃত বড়ুয়া, পূলক দাশ, রাহাত উল্লাহ জাহিদ ও রাশিদুল সামির প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, “অক্টোবর বিপ্লব বিশ্ব সভ্যতার দিক নির্দেশনা দিয়েছিল। সেই বিপ্লব পৃথিবীকে বদলে ও চমকে দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন শুধু নিজস্ব সীমানার গণ্ডির ভিতরে সাধারণ মানুষকে নতুন জীবনের আস্বাদ দেয়নি; বরং সারা বিশ্বের মেহনতী মানুষের সংগ্রামে আদর্শিক উদ্দীপনা জাগিয়েছে। সারাবিশ্বে মুক্তি ও স্বাধীনতাকামী মানুষকে জাগ্রত করেছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে এসেও সেই অক্টোবর বিপ্লব এখনো তাৎপর্য বহন করে। পুঁজিবাদের ‘নয়া উদারনীতিবাদ একদিকে বেপরোয়া লুটপাট অন্যদিকে শোষণ-বৈষম্য ও সমাজকে নৈরাজ্যের অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। পুঁজিবাদ মানব সমাজকে মুক্তি দিতে পারে না। তাই, দেশ বাঁচানোর জন্য ‘সমাজতন্ত্রের’ পথ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।